Friday, October 17, 2014

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে

No comments :
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে অহিদুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে। 

নিহত অহিদুর রহমান আলকরা বাজারের ব্যবসায়ী।  

স্থানীয়রা জানায়, অহিদুর রহমান মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব নিউজকুমিল্লা২৪কে জানান, বিষয়টি তিনি শুনেছেন।